টাইমস অব ইন্ডিয়া

আত্মসমর্পণ করবেন না জেএনইউ শিক্ষার্থীরা, সময় নিচ্ছে পুলিশ

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশজুড়ে খুঁজে বেড়ালেও এই মুহূর্তে তাদের গ্রেফতার করছে না পুলিশ। ভারত-বিরোধী শ্লোগান দেওয়ার দায়ে অভিযুক্ত পলাতক ছাত্ররা ক্যাম্পাসে ফিরলেও সময় নিচ্ছে পুলিশ। এ নিয়েই আজকের শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা

পুলিশ সূত্র জানায়, এ বিষয়ে সময় নেওয়ার কারণ হচ্ছে, ৯ ফেব্রুয়ারি ভারত-বিরোধী শ্লোগান দেওয়ার সময় সেখানে বহিরাগত অনেকে ছিল, এমন তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, এই পাঁচজন ওই সমাবেশে উপস্থিত থাকলেও তারা শ্লোগান দিয়েছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা আত্মসমর্পণ করবেন না। তাদের গ্রেফতার করতে হলে ক্যাম্পাসে ঢুকেই তা করতে হবে। শিক্ষার্থীরা আশা করছে এ বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

তবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার কানহাইয়া কুমারের জামিন আবেদনের রায়ের ওপরও নির্ভর করবে পুলিশের সিদ্ধান্ত।   

/ইউআর/