দ্য নিউ ইয়র্ক টাইমস

হিলারিকে জেতালেন কৃষ্ণাঙ্গরা

আট বছর আগে সাউথ ক্যারোলিনায় আফ্রিকান-আমেরিকানদের ভোটে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরেছিলেন হিলারি ক্লিনটন। তবে শনিবার সেই আফ্রিকান-আমেরিকানদের ভোটে বড় জয় পেয়েছেন হিলারি। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় এ অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসকে বড় ব্যবধানে হারিয়েছেন। শনিবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস খবরটিকে প্রধান শিরোনাম করেছে।
খবরে বলা হয়েছে,মূলত কৃষ্ণাঙ্গদের সমর্থনেই প্রত্যাশিত জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। ৪৭ দশমিক ৫ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। ৭৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন হিলারি। প্রতিপক্ষ বার্নি স্যান্ডারস পেয়েছেন ২৬ শতাংশ ভোট। হিলারি ও স্যান্ডারসের ভোটের অনুপাত ৬:১।
জয়ের পর দেওয়া ভাষণে হিলারি ক্লিনটন সাউথ ক্যারোলিনার অধিবাসীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে এই প্রচারণা জাতীয় পর্যায়ে পৌঁছাচ্ছে।’

পরবর্তী প্রাইমারিগুলোতেও হিলারি জয়ের ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। এ সময় হিলারি রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেও তার বক্তব্যের পাল্টা জবাব দেন। তিনি বলেন,‘আমেরিকাকে নতুন করে মহান হতে হবে না,আমেরিকা মহান আছে ও থাকবে।’

বার্নি স্যান্ডারস প্রাইমারির ফল মেনে নিয়ে হিলারিকে অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি একই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছেন। স্যান্ডারস বলেন,‘নির্বাচনী প্রচারণা তো মাত্র শুরু হলো। আমরা নিউ হ্যাম্পশায়ারে একটি বড় বিজয় অর্জন করেছি। তিনি (হিলারি) সাউথ ক্যারোলিনায় বড় জয় পেয়েছেন। এখন তা নির্ভর করছে সুপার টিউসডের ওপর।’

১ মার্চ ‘সুপার টিউসডে’তে এগারোটি অঙ্গরাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হবে। সাউথ ক্যারোলিনায় জয়ের মাধ্যমে হিলারি ক্লিনটন এ পর্যন্ত তৃতীয় বিজয় অর্জন করলেন। এর আগে তিনি আইওয়া ও নেভাদায় জয় পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস জয় পেয়েছন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে।

/এএ/বিএ/