ডন

‘অনার কিলিং বিল উত্থাপন করুন’ রাব্বানি

অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা শারমিন ওবায়েদ-চিনয়কে সম্মাননা দেওয়া ও অনার কিলিং বিল উত্থাপন করার জন্য পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সিনেট চেয়ারম্যান রাজা রাব্বানি। এই নিয়েই আজকের শিরোনাম করেছে সংবাদমাধ্যম ডন।

রাব্বানি শুধু দুইবার অস্কারজয়ী শারমিনকে সম্মাননা দেওয়াই নয়, বরং অনার কিলিং এর প্রতিবাদে সরব নারী অধিকার কর্মীদের নাম যুক্ত করে ওই বিল উত্থাপনের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘যে নারী অধিকার কর্মীরা এই অনার কিলিং নিয়ে সরব হয়েছেন, মাঠে নেমেছেন ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সকলের নাম যুক্ত করে বিল উত্থাপন করা হোক।’

ডনের প্রথম পাতা

এ সময় পিপিপি সিনেটর ফরহাতুল্লাহ বাবর জানান, ইতোমধ্যে অনার কিলিং বিষয়ে বিল পাশ করা হয়েছে, তবে পরে তা বাতিল হয়ে যায়।

তবে শারমিন ওবায়েদ-চিনয় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে এক সাক্ষাতে এ প্রসঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শরিফ এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন বাবর।

/ইউআর/