দ্য নিউ ইয়র্ক টাইমস

প্রার্থিতায় এগিয়ে ট্রাম্প ও ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা বাছাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই ‘সুপার টিউসডে’ হয়ে উঠেছে হিলারি আর ট্রাম্পের দিন। বেশিরভাগ অঙ্গরাজ্যে জয় নিশ্চিত করে তারা নিজেদের মতো করে এক রকম নিশ্চিতই হয়েছে গেছেন যে, আসছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তারাই হতে যাচ্ছেন পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এ নিয়েই আজকের প্রধান শিরোনাম করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

 নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা

বিজয়ী ভাষণে পরস্পরের দিকেই আঙ্গুল তুলেছেন দুই দলের দুই প্রার্থী। প্রার্থিতা নির্বাচনে নিজ দলের প্রতিদ্বন্দ্বীদের দিকে যেন নজর দেওয়ারই কিছু নেই আর।দুই দলের ১১টি করে অঙ্গরাজ্যের প্রাথমিক বাছাইয়ে তারা দুজনই সাতটি করে অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। এছাড়া ই্উএস টেরিটরি সামোয়াতেও জয় পেয়েছেন হিলারি।

আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যগুলোতে নিজ নিজ দলের হয়ে হিলারি ও ট্রাম্প দুজনই একযোগে জয় পেয়েছেন। আর বাকি অঙ্গরাজ্যগুলোতে আলাদা করে জয় পেয়েছেন তারা। এদিকে হিলারির অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যানডার্স ৪টি অঙ্গরাজ্যে জয় নিশ্চিত করেছেন। রিপাবলিকান টেড ক্রুজ জয় পেয়েছেন দুটিতে আর মার্কো রুবিও একটিতে।

 /ইউআর/