দ্য টাইমস অব ইন্ডিয়া

মহারাষ্ট্রের ড্যান্স বারগুলোকে ১০ দিনের মধ্যে অনুমতিপত্র দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

মহারাষ্ট্র রাজ্য সরকারের প্রতি ড্যান্স বারগুলোকে অনুমতিপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।এ ছাড়াও এ ধরনের বারগুলোতে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুলিশের পর্যবেক্ষণের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সর্বোচ্চ আদালত। এ নিয়ে আজকের শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা

বিচারপতি দীপক মিশ্র ও এস কে সিং এর নেতৃত্বে সুপ্রিম কোর্টের এক বেঞ্চ আনুমতিপত্র পাওয়ার ক্ষেত্রে পুলিশের দেওয়া ২৫টি শর্তের মধ্যে ৬টি সংশোধন করে।   নির্দেশে ওই বার মালিকদের পক্ষ থেকে ৩ দিনের মধ্যে সংশোধিত শর্ত পূরণ করার প্রামাণাদি দাখিল করতে বলা হয়।

বেঞ্চ নির্দেশে জানায়, ‘আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। নির্দেশের বাইরে বাড়তি কোন শর্ত চাপানো যাবে না।’

এদিকে পুলিশের দাবি, ভোর পর্যন্ত চলা এ সমস্ত বারে পানাহার ও নাচগান ছাড়াও নানা রকম কর্মকাণ্ড চলে। তাই নিরাপত্তার কারণেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ প্রয়োজন।

এ প্রসঙ্গে কোর্টের নির্দেশে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে বারে প্রবেশ করার সময় ভোক্তাদের ওপর নজরদারি করা যাবে, কিন্তু ড্যান্সবারে নৃত্যগীত প্রদর্শনীর সময় দর্শক হিসেবে থাকা পুরুষদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা যাবে না।

/ইউআর/