দ্য হিমালয়ান টাইমস

নেপাল এয়ারলাইন্সের আপত্তি উপেক্ষা করে চীনা বিমান কেনার পরিকল্পনা

নেপাল এয়ারলাইন্স কর্পোরেশনের আপত্তি, প্রতিবাদ উপেক্ষা করে চারটি চীনা বিমান কিনতে যাচ্ছে কাঠমুন্ডু। চলতি মাসের শেষদিকে নেপালের প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা অলি’র চীন সফরের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দৃশ্যত বিষয়টি নিয়ে চীন সরকারের চাপের মুখেই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে নেপাল।

এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কাভার স্টোরি করেছে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস।

The Himalayan Times

সংস্কৃতি, পর্যটন এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবিত বিমানগুলোর মধ্যে একটি আর্ক ৬০ ও তিনটি ওয়াই১২ই। এ বিমানগুলোর কোনোটিই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনসহ  কোনও আন্তর্জাতিক বিমান সংস্থা কর্তৃক সনদপ্রাপ্ত নয়। সূত্র: দ্য হিমালয়ান টাইমস।

/এমপি/