দ্য টাইমস অব ইন্ডিয়া

প্রসঙ্গ ধর্মীয় স্বাধীনতা, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সরকারের ‘না’

ধর্মীয় স্বাধীনতা বিষয়ে আলোচনার করতে যুক্তরাষ্ট্রের এক কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। এ নিয়েই আজকের শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা

খবরে বলা হয়, ২০০৯ সালে প্রথমবারের মত ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতের পরিস্থিতির বিষয়ে আলোচনা করার প্রস্তাব দেয়।ধর্মীয় গোষ্ঠী, সিভিল সোসাইটি ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে ধর্মীয় পরিস্থিতি আলোচনা করতে চায় এই কমিশন।

তবে তখন থেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে ভারত। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়, এ প্রসঙ্গে ভারত পূর্বের নীতিতে অটল রয়েছে। কোন বিদেশী কমিশনের এ প্রসঙ্গে হস্তক্ষেপ বা মন্তব্যের প্রয়োজন নেই।

/ইউআর/