ডন

সন্ত্রাসী হামলার আশঙ্কায় গুজরাটে নিরাপত্তা জোরদার

ভারতের রাজধানী দিল্লি ও গুজরাটের কিছু অংশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার পাকিস্তানি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরামর্শে ভারত কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এ নিয়ে আজকের শিরোনাম করেছে ডন নিউজ।

খবরে প্রকাশ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য লস্কর-ই-তৈয়বা হামলার আশঙ্কায় ভারতের ন্যশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সদস্যরা গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান তীর্থস্থানগুলোতে অবস্থান নেন।

গুজরাটের কর্মকর্তারা জানান, পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নাসের খান জানজুয়া ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালকে লস্কর-ই- তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদি জঙ্গিদের ভারতে হামলা করার সম্ভাবনার কথা জানান।

তবে পাকিস্তান কর্তৃপক্ষের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়নি।

ডনের প্রথম পাতা

গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল পিসি ঠাকুর বলেন, ‘আহমেদাবাদ ও সোমনাথ মন্দিরে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ও পুলিশের চারটি দল মোতায়েন করা হয়েছে।’

সোমবার সোমনাথের মন্দিরে শিবারতি উৎসব পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা চলবে বলে জানানো হয়েছে।  

গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল জানিয়েছেন, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

/ইউআর/