দ্য স্টার

ধূমপানের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে মালয়েশিয়া


দ্য স্টারের প্রথম পাতাপ্রতিবছর ১ লাখ ৩০ হাজার ধূমপায়ীর ধূমপানের অভ্যাস ছাড়ানোর লক্ষ্য নিয়ে ব্যাপক পরিকল্পনা তৈরি করেছে মালয়েশীয় সরকার। এরই অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ মালয়েশিয়ার সবগুলো হোটেলকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ধীরে ধীরে অন্য জনসমাগমের এলাকাগুলোকেও ধূমপানমুক্ত ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। ধূমপান ঠেকাতে মালয়েশিয়ার সরকারের পরিকল্পনার খবরটিকে মঙ্গলবারের প্রধান শিরোনাম করেছে দ্য স্টার।
প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল স্ট্রাটেজিক প্ল্যান ফর টোবাকো কন্ট্রোল, বিভিন্ন স্বাস্থ্য ইন্সটিটিউট, বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংস্থা এবং মালয়েশিয়ান কাউন্সিল ফর টোবাকো কন্ট্রোলের উদ্যোগে ধূমপানবিরোধী পরিকল্পনাটি হাতে নেওয়া হয়। পরিকল্পনার আওতায় চলতি বছরের শেষ নাগাদ হোটেলকে ধূমপানমুক্ত ঘোষণা করার পাশাপাশি পরবর্তী বছর বিনোদন পার্কে, তার পরবর্তী বছর শীতাতপ নিয়ন্ত্রনবিহীন রেস্টুরেন্টে, ২০১৯ সাল নাগাদ সকল বদ্ধ জনসমাগমের এলাকায় আর ২০২০ সাল নাগাদ উন্মুক্ত জনসমাগমের এলাকাকে ধূমপানমুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি বলেন, ‘২০১৫ সাল নাগাদ আমরা ধূমপানের হার ৩০ শতাংশ কমাতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ রূপরেখার আওতায় তামাক গ্রহণ পর্যবেক্ষণে আরও বেশি ব্যবস্থা নিতে মালয়েশিয়া বদ্ধপরিকর।’
ধূমপানবিরোধী পরিকল্পনার মধ্যে আরও রয়েছে তামাকজাত পণ্যের শুল্ক বাড়ানো নিষিদ্ধ সিগারেট বিক্রির ওপর কড়াকড়ি আরোপ। সূত্র: দ্য স্টার
/এফইউ/