ডন

‘জনগণকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করা হবে’

nonameবেলুচিস্তানের মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জেহরি হুঁশিয়ার করে বলেছেন, ‘সরকার বেলুচিস্তানের মানুষকে সন্ত্রাসবাদীদের করুণার পাত্র হিসেবে ছেড়ে দেবে না ও অস্ত্রের মুখে তাদের উগ্রপন্থী মতাদর্শ কায়েম করতে দেবে না।’ তার বক্তব্য নিয়ে আজকের প্রধান শিরোনাম করেছে পাকিস্তানের সংবাদমধ্যম ডন।
২৩ মার্চ পাকিস্তান দিবসে কায়েদ-এ-আজম জিয়ারাত রেসিডেন্সিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী জেহরি। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা বিশ্বাস করি, এদেশে সবাই নিজের নিজের বিশ্বাস ও মতাদর্শ নিয়ে বাস করার অধিকার রাখে। কিন্তু অস্ত্রের মুখে কোন উগ্রপন্থী আদর্শ প্রতিষ্ঠিত করতে দেবে না সরকার।’
কুয়েত্তার সদর বাহাদুর খান ইউমেন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের স্যালুট করেন। তিনি বলেন, ‘সব ছাত্রছাত্রী আমার সন্তানের মত। আমি এই রাজ্যের সব শিক্ষার্থীর অভিভাবক।’ তিনি আরও বলেন, ‘বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্য। পাকিস্তান গঠনে বেলুচিস্তানের বিরাট ভূমিকা রয়েছে।’
/ইউআর/বিএ/