দ্য ইন্ডিপেনডেন্ট

প্রাক্তন সৌদি বাদশাকে হত্যার পরিকল্পনা: নতুন তথ্য ফাঁস

দ্য ইন্ডিপেনডেন্টের প্রথম পাতালিবিয়ার সাবেক শাসক গাদ্দাফি যে প্রাক্তন একজন সৌদি বাদশাহকে হত্যার পরিকল্পনা করেছিলেন, তা ফাঁস হয়েছিল আগেই। এবার জানা গেল, ওই হত্যা পরিকল্পনার অভিযোগে এখনও বিচারাধীন রয়েছেন যুক্তরাজ্যভিত্তিক একজন ভিন্নমতাবলম্বী। সৌদি আরবের এই নাগরিক ১৯৯৪ সাল থেকে লন্ডনে থাকেন।
২০০৩ সালে একজন মার্কিন মধ্যস্থতাকারী ধরা পড়ার পর ওই পরিকল্পনা ফাঁস হয়। পরিকল্পনা অনুযায়ী বাদশাহ আব্দুল্লাহকে মিসাইলের মাধ্যমে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রিন্ট ভার্সনে এই খবরটিকেই প্রধান শিরোনাম করা হয়েছে। শনিবারের পর আর প্রিন্ট ভার্সনে বের হবে না পত্রিকাটি।
ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, শুল্ক বিষয়ক তদন্ত করতে গিয়ে যুক্তরাজ্যের অধ্যাপক আল মোহাম্মদ আল মাসারি নামের ওই ভিন্নমতাবলম্বীকে শনাক্ত করে দেশটির জাতীয় অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ। তখন দেখা যায়, একজন লিবিয়ান নাগরিকের কাছে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন ওই অধ্যাপক।

ইন্ডিপেনডেন্টের ফাঁস করা তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ওই অধ্যাপককে জিজ্ঞাসাবাদের আওতায় নেয় স্কটল্যান্ড ইয়ার্ড।

/বিএ/