ডন

পাঞ্জাবে সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযান

লাহোর হামলার প্রেক্ষিতে পাঞ্জাবে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সোমবার সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সেনা কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে পুরো প্রদেশ জুড়েই চলবে এই অভিযান।ব্যপক এই সেনা অভিযান নিয়ে আজকের শিরোনাম করেছে ডন নিউজ।

রবিবার এক বৈঠকের পর সেনাবাহিনী প্রধান জেনারেল রাহেল শরিফ মধ্যরাতে জঙ্গিদের গোপন আস্তানায় অভিযান চালানোর নির্দেশ দেন।

ডনের প্রথম পাতা

এ ছাড়াও গোয়েন্দা বাহিনী লাহোর, ফয়সালাবাদ, মুলতান ও মুজাফফরগড়ে অভিযান চালায়।এতে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ছাড়াও বেশ কিছু সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া বলেন, ‘এই অভিযান আরও জোরদার হবে।’

সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার দেওয়া প্রাথমিক তথ্য ও প্রমাণের ভিত্তিতেই চলছে এই সব অভিযান।

এ বিষয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফের মধ্যে কোন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা যায়নি।তবে সোমবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রেডিও ও টেলিভিশনে জাতির প্রতি জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ও পাঞ্জাবে জঙ্গিবিরোধী অভিযান চালানোর সিদ্ধান্তের কথা জানান।

 

/ইউআর/