ডন

হজযাত্রীদের জন্য ভাড়া কমাচ্ছে পিআইএ

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নির্দেশে ২০১৬ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এয়ানলাইনের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। বিষয়টিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

পিআইএ মুখপাত্র জানান, হজযাত্রীদের জন্য এমনভাবে ভাড়া কমানো হবে যাতে পিআইএর কোন মুনাফা থাকবে না, কিন্তু কোন আর্থিক ক্ষতিও হবে না। পেশওয়ার, ইসলামাবাদ, লাহোর ও শিয়ালকোট থেকে হজের বিমান ভাড়া হবে ৯৫ হাজার ও করাচি, কুয়েত্তা ও সুক্কুর থেকে ৮৬ হাজার।

ডনের প্রথম পাতা

এদিকে, পাকিস্তান সরকার ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, এ বছর হজের ব্যয় কমবে মাথাপিছু ১২০ করে। কমিটি প্রধান হাফিজ হামদুল্লাহকে ২০১৬ সালের হজ পলিসি সম্পর্কে অবহিত করা হয়েছে। আগামী সপ্তাহে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুহাইল আমির বলেন, ‘এ বছর ১ লক্ষ ৪৩ হাজার ৩৬৮ পাকিস্তানী হজে অংশ নেবেন। এদের মধ্যে অনেকেই সরকারি স্কিমের অধীনে হজে যাবেন। তাদের আবেদনপত্র নেওয়া শুরু হবে আগামী ৪ এপ্রিল ও ব্যালটিং করা হবে ১৭ এপ্রিল।’

/ইউআর/বিএ/