নিউ ইয়র্ক টাইমস

কলকাতার ফ্লাইওভার ধস: উত্তর খুঁজছে ভারত

নিউইয়র্ক টাইমসের প্রথম পাতাভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বৃহস্পতিবার নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়ার ঘটনায় শুক্রবার নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে প্রতিষ্ঠানটির ৮ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আর এ নিয়েই শনিবারের শিরোনাম করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা যখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন ফ্লাইওভারের নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ঘনীভূত হচ্ছে।
ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনায় নির্মাণকারী প্রতিষ্ঠান আইভিআরসিএল-এর বিরুদ্ধে সরাসরি ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, যারা সেতু তৈরিতে কাঁচামাল সরবরাহ করেছিল, তাদের বিরুদ্ধেও একই ধারায় মামলা করা হয়েছে। সেতু যাদের দেখাশোনা করার কথা ছিল, তারা তা ঠিক মতো করেছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে গণেশ টকিজের কাছে ভেঙে পড়ে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ। এ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। বৃহস্পতিবার সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। কলকাতা পুলিশ ও দমকল কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

/এফইউ/