ডন

বৃষ্টি ও আকস্মিক বন্যায় খাইবার পাখতুনখাওয়ায় ৬০ জনের প্রাণহানি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবিরাম বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় অন্তত ৬০ জনের প্রাণহানি হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া বিরতিহীন বৃষ্টিতে এ বন্যার সৃষ্টি হয়। এ বিষয়টি  নিয়ে সোমবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

বর্ষার আগে বৃষ্টি শুরু হলে পাকিস্তানের গ্রামীণ এলাকায় প্রায়ই বন্যার প্রাদুর্ভাব দেখা যায়। দেশটির কর্মকর্তারা বলছেন, স্থানীয় লোকজনকে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা লতিফ উর রেহমান অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, দুর্যোগে হতাহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Dawn

উপদ্রুত এলাকার একজন বাসিন্দা হাবিব খান বলেন, ‘আমাদের নিজেদের যা কিছু ছিল, সব ভেসে গেছে। সরকার থেকে কেউ সাহায্যে এগিয়ে আসছে না।’

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গত লোকজনের জন্য মোটা কাপড় ও অন্যান্য ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃষ্টি ও বন্যায় বহু ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় চলাচলের জন্য ব্যবহৃত সেতু ডুবে গেছে। সূত্র: ডন।

/এমপি/