ডন

'ক্ষুদ্র প্রদেশগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করছে পাকিস্তান সরকার'

ক্ষুদ্র প্রদেশগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ ও পাখতুনকে বিচ্ছিন্ন করা বিতর্কে বিরোধী দলের আক্রমণের মুখে পড়েছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার। সংসদে এই বিতর্কের বিস্তারিত নিয়ে আজকের একটি শিরোনাম করেছে ডন নিউজ।

স্পিকারকে প্রশ্ন করার মাধ্যমে সৈয়দ খুরশীদ শাহ বিরোধী দলের এই কথোপকথন শুরু করেন। তিনি প্রশ্ন করেন, ‘আপনি (সরকার) কি ফেডারেশনকে সত্যিই ফেডারেশন হিসেবে বিবেচনা করছেন?’

তিনি কিছু পরিসংখ্যান উদ্ধৃতি দিয়ে স্পিকারের প্রতি আহ্বান রাখেন, ‘আপনি এই সংসদের হেফাজতকারী। আপনি সরকারের কাছে এর ব্যখ্যা জানতে চান।’

ডনের প্রথম পাতা

শুধু তাই নয়, সরকারপক্ষ থেকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকেও প্রশ্নবিদ্ধ করেন বিরোধী দলীয় নেতানেত্রীরা। তারা দাবি করেন, মন্ত্রীদের সংবাদ সম্মেলনে নয় বরং সংসদে আসতে হবে।

পিপিপির ডঃ নাফিসা শাহ বলেন, ‘যদিও ডেভিড ক্যামেরনকেও পানামা পেপারের জন্য অভিযুক্ত করা হয়েছে, কিন্তু তাকেও হাউজ অব কমন্সে এসে প্রশ্নের জবাব দিতে হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কোথাও? এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক।’

বৃহস্পতিবারের সংসদ অধিবেশনে পাখতুনের প্রতি বৈষম্যমূলক আচরণেরও নিন্দা জানানো হয়।

পিপিপির নাফিসা শাহ ছাড়াও পিটিআই এর গুলাম সারওয়ার, আরিফ আলভি, এএনপির গুলাম বেলওয়ার প্রমুখ অংশগ্রহণ করেন সংসদের এই বিতর্কে।

 

/ইউআর/