ডন

সোরান সিং হত্যার দায় স্বীকার টিটিপির, শেষকৃত্য সম্পন্ন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এমপিএ ও খাইবার পাখতুনখোয়ার মন্ত্রিসভার সদস্য সোরান সিং এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।শনিবার তার শেষকৃত্যের দিনই পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান সোরান সিংকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়। এ নিয়ে আজকের একটি শিরোনাম করেছে ডন নিউজ।

 ডনের প্রথম পাতা

শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনের কাছেই গুলি করে হত্যা করা হয় সোরান সিংকে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোরান সিং এর শেষকৃত্য অনুষ্ঠিত হয় পীর বাবা এলাকায়। তার প্রতি শেষ সম্মান প্রদর্শন করতে সেখানে উপস্থিত হন খাইবার পাখতুনখোয়া সংসদের স্পিকার আসাদ কায়সারসহ মন্ত্রিসভার সদস্যরা ও সর্বস্তরের জনগণ।

মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক বলেন, ‘সোরান সিং এর মৃত্যুতে সরকার একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করা হবে।

এ প্রসঙ্গে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের জোহরা ইউসুফ বলেন, ‘এটা খুব দুঃখজনক যে এ ধরনের ঘটনার নিন্দা জানানো ছাড়া সরকার কোন কার্যকর পদক্ষেপ কখনও নেয় না।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনা পাকিস্তানের সব সংখ্যালঘু সম্প্রদায়কেই আরও প্রান্তিক করে তুলবে।’

/ইউআর/