ঘর থাকুক ধুলাবালিমুক্ত

ঘরে জমে থাকা ধুলাবালি থেকে অ্যালার্জি, শ্বাসকষ্ট ও চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরবাড়ি পরিস্কার রাখা চাই সবসময়। এজন্য যে খুব বেশি সময় ব্যয় করতে হবে এমন নয়। কিছু বিষয় মেনে চললে ঘরে ধুলাবালির উপদ্রব কমে যাবে অনেকটাই। জেনে নিন ঘর পরিস্কার রাখার কিছু টিপস-   

ঘর থাকুক ধুলাবালিমুক্ত

  • ঘরে প্রয়োজনের বেশি আসবাব রাখবেন না। ছিমছাম অন্দর পরিস্কার করা যায় সহজে। ফলে ধুলাবালির অত্যাচার কমে যায় অনেকাংশেই।
  • ঘরে কার্পেট না রাখাই ভালো। কারণ কার্পেটে ধুলাবালি জমে বেশি। যদি রাখতেই হয় তবে প্রতিদিন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিস্কার করুন।
  • ঘরের বিভিন্ন স্থানে খোলা তাক থাকলে সেগুলো নিয়মিত পরিস্কার করুন। কাপড়চোপড় সবসময় কাবার্ডে রাখবেন।
  • জুতা ঠিকঠাক রাখার ব্যবস্থা করুন। ধুলাবালি কমে যাবে। সম্ভব হলে সদর দরজার বাইরে জুতা রাখার র‍্যাক রাখুন। এতে ঘরে ধুলাবালি প্রবেশ করতে পারবে না।
  • দরজা জানালার পর্দায় প্রচুর পরিমাণে ধুলাবালি জমে থাকে। তাই অন্দর ধুলামুক্ত রাখতে নিয়মিত পরিস্কার করুন পর্দা।
  • অনেকে বড় টেডি বা কাপড়ের পুতুল রাখতে পছন্দ করেন ঘরে। শিশুরাও পছন্দ করে নরম কাপড়ের খেলনা। তবে এগুলোতে ধুলাবালি জমে বেশি। খুব বেশি পরিমাণে এ ধরনের খেলনা না রাখাই ভালো।

/এনএ/