বাথরুম পরিষ্কার করবে ভিনেগার!

দীর্ঘদিন ব্যবহারের ফলে বাথরুমের কমোডের রং বিবর্ণ হয়ে গিয়েছে? ভিনেগারের সাহায্য পরিষ্কার করুন কমোড। দাগ দূর হয়ে নিমিষেই ঝকঝকে হয়ে যাবে। আবার বাথরুমের মেঝে পরিষ্কার করতেও জুড়ি নেই ভিনেগারের। জেনে নিন ভিনেগারের সাহায্যে কীভাবে পরিষ্কার করবেন বাথরুম -   

ভিনেগার পরিস্কার করবে কমোড

ভিনেগার
টয়লেট ফ্ল্যাশ করে নিন। ১০ মিনিট পর ব্রাশ দিয়ে কমোড পরিস্কার করে এক গ্লাস ভিনেগার ঢেলে দিন। ১৫ মিনিট পর আবার ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফ্ল্যাশ করে দিন কমোড। দেখুন কেমন ঝকঝকে হয়ে গেছে! 

বেকিং সোডা ও ভিনেগার
রাতে ঘুমানোর আগে ২ টেবিল চামচ বেকিং সোডা কমোডে ছিটিয়ে দিন। পরদিন সকালে ফ্ল্যাশ করে ফেলুন। তারপর আধা কাপ ভিনেগার ছড়িয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করুন কমোড। বাথরুমের মেঝেতে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ পর ঘষে পরিষ্কার করুন। দূর হবে পিচ্ছিল ভাব। 

/এনএ/