শিশুর ত্বকে র‍্যাশ উঠছে?

শিশুর ত্বকে র‍্যাশ ওঠার অন্যতম প্রধান কারণ দীর্ঘক্ষণ ডায়াপার পরিয়ে রাখা। এছাড়া ভেজা ডায়াপার না বদলানো কিংবা ত্বকে ময়লা জমেও দেখা দিতে পারে র‍্যাশ। এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। শিশুর ত্বকে যেন র‍্যাশ না ওঠে সেজন্য লক্ষ রাখতে হয়ে কয়েকটি বিষয়ের উপর। জেনে নিন সেগুলো কী কী-   

শিশুর ত্বকে র‍্যাশ উঠছে?

  • একই ডায়াপার অনেকক্ষণ পরিয়ে রাখবেন না শিশুকে। কয়েক ঘণ্টা পর পর বদলে দিন।
  • দিনের কিছু সময় শিশুকে ডায়াপার ছাড়া রাখুন। এতে প্রাকৃতিক আলো বাতাসে র‍্যাশ কমে যাবে দ্রুত।
  • শিশুর ব্যবহৃত পাউডার, টিস্যু-এগুলোতে অতিরিক্ত কেমিক্যাল আছে কীনা সেদিকে লক্ষ রাখা জরুরি।
  • ডায়াপার ভিজে গেলে সঙ্গে সঙ্গে বদলে দিন।
  • শিশুর বয়স ৪ মাস হয়ে গেলে প্রতিদিন গোসল করাবেন। এতে ত্বকে ময়লা জমতে পারবে না।
  • র‍্যাশ উঠলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মলম লাগান।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/