সুস্থতার জন্য চা

গরম এক কাপ চা দূর করতে পারে সারাদিনের ক্লান্তি ও অবসাদ। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের চা ছোটখাট রোগ থেকেও দিতে পারে চটজলদি মুক্তি। জেনে নিন কোন চায়ের কী গুণ-

সুস্থতার জন্য চা

  • হজমে গণ্ডগোল দেখা দিলে গ্রিন টি পান করতে পারেন। নিয়মিত পান করলে দূর হবে হজমের সমস্যা।
  • গলা ব্যথা দূর করতে লেবু চায়ের সঙ্গে মধু মিশিয়ে পান করুন।
  • বমি বমি ভাব দূর করতে পারে আদা চা।
  • কাজের চাপে ক্লান্ত হয়ে গেলে এক কাপ লেবু চা পান করুন। সতেজতা ফিরে আসবে।
  • মাথা ব্যথা দূর করতে পান করুন দারুচিনি চা।
  • অ্যাসিডিটির সমস্যা দূর করতে পান করুন মেন্থল চা।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/