আদামিশ্রিত পানি কেন পান করবেন?

আদামিশ্রিত পানি

আদার রয়েছে নানান ঔষধি গুণ। আদামিশ্রিত পানি নিয়মিত পান করলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগ থেকে। আদা-পানি তৈরি করতে প্রথমে আদা ছোট ছোট কুচি করে কাটুন। এক লিটার পানি চুলায় দিন। গরম হলে আদা কুচি দিয়ে সেদ্ধ করুন ১৫ মিনিট। ঠাণ্ডা হলে ছেঁকে পান করুন আদা-পানি।

জেনে নিন আদামিশ্রিত পানি কী কী উপকার করে-

  • হাত ও পায়ের জয়েন্ট ব্যথা দূর করতে পারে আদামিশ্রিত পানি।
  • আদা-পানি শরীরের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণ করে।
  • ওজন কমাতে সাহায্য করে আদামিশ্রিত পানি।
  • উচ্চরক্তচাপের রোগীরা পান করতে পারেন আদামিশ্রিত পানি। নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপ।
  • আদাতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে।
  • ঠাণ্ডা লাগা ও গলা খুসখুসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে আদা-পানি।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/