ফ্যাশনে সোনাক্ষীর ৬

২০১০-২০১৬

 

২ জুন গেল সোনাক্ষী সিনহার জন্মদিন। কততম? কানে কানেই বলি- ২৮! দাবাং যেন মুক্তি পেল এই সেদিন। অভিষেকের মাত্র ৬ বছর। তারপরও সোনাক্ষীকে মনে হয় কত প্রাপ্তবয়স্ক নায়িকা! ফ্যাশন নিয়ে মিডিয়া মাতানো এই অভিনেতার ৬ বছরের বলিউড জীবনে এসেছে নানা বিবর্তন। জিরো সাইজ কিংবা বিকিনি বডির গুণগাণের জোয়ারে সোনাক্ষী নিজেকে জাহির করেছেন সম্ভ্রান্ত ভঙ্গিতেই। আর সেটা সম্ভব হয়েছে গেল কয়েক বছরে তার ফ্যাশন জ্ঞানের কল্যাণে।

২০১০

২০১০: অভিষেকের বছরটায় সোনাক্ষী পরেছেন তার প্রিয় রংটাই। কড়া হলুদ আর পোশাকে সিলয়েট নকশায় তাকে দেখা গেছে বারবার। সঙ্গে অবশ্য আরেক প্রিয় পোশাক শাড়িটাও ছিল।

সোনাক্ষী-৫

২০১১: এই বছর সোনাক্ষীকে তার ভক্তরা দেখেছিল শর্টস পরতে। এ ছাড়া প্রাধান্য দিয়েছিলেন বিমূর্ত প্রিন্ট, নানান অজানা রঙের গাউন ও শুভ্র সাদায়।

২০১২: বডিকন পোশাক দিয়ে নিজের ওয়্যারড্রোবটাকে এ বছর সাজিয়েছিলেন। সঙ্গে ছিল বর্ণিল পাতিয়ালা কামিজের নানান কম্বিনেশন।

২০১৩: এ বছর সোনাক্ষীর পোশাকজুড়ে ছিল সোনালী রঙ আর চকমকে সব কাজের ছটা।

সোনাক্ষী-২

২০১৪: এ বছর চুলেও নজর দিয়েছিলেন। চুলগুলো সরিয়ে রেখেছিলেন বামে। পোশাকে সুনির্দিষ্ট কোনও বিষয়ের প্রতি গুরুত্ব দেননি।

সোনাক্ষী-৩

২০১৫: এ বছর সাহস করে বানালেন প্রিন্সের লেইয়া হেডফোন হেয়ারস্টাইল। তারপর সাহস করে চুলটা কেটেই ফেললেন।

২০১৬: আর এ বছরই সোনাক্ষী হয়ে গেলেন গ্ল্যাম কুইন। বদলে নিলেন পোশাকি রূপটাও।