সেইলরে সাশ্রয়ী দামে ট্রেন্ডি পোশাক

summer hits

 

দেশি ফ্যাশন ব্র্যান্ডের অগ্রগামী প্রতিনিধি সেইলর বাজারে এনেছে ট্রেন্ডি পোশাক। ডিজাইনারদের সুদক্ষ শৈলী এবং ক্রিয়েটিভ টিম ওয়ার্কে প্রাধান্য পেয়েছে তারুণ্যের ফ্যাশন ভাবনা। সমসাময়িক ট্রেন্ডের অনুসারি না হয়ে , সেইলর প্যাটার্ন ও ডিজাইনে এনেছে পরিবর্তন।  ‘রেডি টু ওয়ার’ শিরোণামের এই আউটফিটে থাকছে ফরমাল এবং ক্যাজুয়াল আবহ।  সেইলর এর বিজনেস ম্যানেজমেন্ট প্রধান রেজাউল কবির জানান,  সেইলর পরিবারের সবার ব্র্যান্ড। উৎসব মানেই তাই সবার জন্য নতুন ডিজাইন। তাই এই গরমের মাঝেও পোশাকের ঢং বা রং-ও এখন তাই উৎসবমুখী। ভ্যালু এডিশন হিসাবে প্রাধান্য দেয়া হয়েছে ওয়াশ, ডিজিটাল প্রিন্ট এবং এমব্রয়ডারির নকশার উপর। শার্ট, পলো এবং ট্রাউজারে অনুসরণ করা হয়ে বিশেষ কাট। তরুণীদের জন্য স্মুদি লেয়ারিং ফ্যাশন এবং লং লিলেন ফেব্রিকের কামিজ বা কুর্তায় এমব্রয়ডারির আর্ট ওয়ার্ক থাকছে এবারও। সামার এবং ঈদ, যুগপৎ নতুন ডিজাইনের পোশাক এখন সেইলর আউটলেটে। 

সেইলর-এর সাশ্রয়ী দামের এসব ট্রেন্ডি এবং নতুন পোশাক, উৎসব এবং গরমের স্ট্রিট ফ্যাশনকে করবে বর্ণিল। ধানমন্ডি, উত্তরা, যমুনা ফিউচার পার্ক, মিরপুর ও  পুলিশ প্লাজাসহ  সকল আউটলেটের পাশাপাশি নিত্যনতুন সেইলর- প্রোডাক্ট এর খোঁজখবর পাবেন ফেসবুকে   https://web.facebook.com/clothings.sailor/?fref=ts এর অফিসিয়াল পেইজ-এ।

উল্লেখ্য, সেইলর, স্বনামধন্য তৈরি রপ্তানি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান এপিলিয়ন গ্রুপের সহযোগী রিটেইল ব্র্যান্ড শপ।

/এফএএন/