চুল ঘন করবে ৩ প্রাকৃতিক উপাদান

প্রতিদিন চুল পড়ে যাওয়া, সঠিক যত্নের অভাবসহ বিভিন্ন কারণে চুল পাতলা হয়ে যেতে পারে। ক্যাস্টর অয়েল, ডিমের কুসুম ও অ্যালোভেরা দিয়ে তৈরি একটি হেয়ার প্যাক চুল ঘন করতে সাহায্য করবে। চুলের বৃদ্ধির জন্য প্রোটিন আবশ্যক, যা প্রচুর পরিমাণে রয়েছে ডিমে। অ্যালোভেরায় রয়েছে প্রাকৃতিক পুষ্টিগুণ যা ঝলমলে করে চুল। ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে।চুল ঘন করবে ৩ প্রাকৃতিক উপাদান

 

জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাকটি-

যা যা লাগবে
১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
২ টেবিল চামচ ডিমের কুসুম
১ টেবিল চামচ অ্যালোভেরার রস

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
ক্যাস্টর অয়েল, ডিমের কুসুম ও অ্যালোভেরার রস একসঙ্গে মেশান। ভালো করে নেড়ে মিশ্রণটি চুল ও মাথার তালুতে লাগান। ১৫ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল ও ঘন।    

/এনএ/