ঈদ প্রস্তুতি

ভোলায় চলছে শেষ মুহূর্তের কেনাকাটা

দরজায় কড়া নাড়ছে ঈদ। ভোলায় চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিক্রি। ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরে তাদের পছন্দের পোশাক কিনছেন। পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সকল মার্কেটে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছেন। ক্রেতাদের বেশি ভিড় লক্ষ করা গেছে পোশাক আর জুতার দোকানে। পোশাকের পাশাপাশি নারীদের বেশি উপস্থিতি দেখা গেছে কসমেটিকস আর স্বর্ণালংকারের দোকানেও।

ভোলায় চলছে শেষ মুহূর্তের কেনাকাটা

কোনও কোনও ক্রেতা বলছেন, পছন্দের পণ্য পাওয়া গেলেও দাম বেশি। বিক্রেতারা বলছেন দাম বেশি না, বরং পণ্য কিনতে দাম বেশি দিতে হচ্ছে বলেই দাম একটু বেশি রাখা হচ্ছে। আবার কোনও কোনও ক্রেতা বলছেন উন্নত ব্র্যান্ডের পণ্য পাওয়া যায় না এজন্য তাদের ঢাকা ও বরিশাল যেতে হচ্ছে ।

ভোলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেন, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। সকল মার্কেটে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া লঞ্চঘাটেও রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কারণ ভোলার বেশিরভাগ  মানুষ নৌপথে যাতায়ত করে।

 

/এনএ/