ত্রিশেই পাক ধরেছে চুলে?

ত্রিশ না পেরুতেই চুল পেকে যাওয়া বিব্রতকর সমস্যা সন্দেহ নেই। বিভিন্ন কারণে অকালে চুলে পাক ধরতে পারে। সাধারণত মেলানিনের অভাবে দ্রুত চুল পেকে যায়। এছাড়া ঘুমের সমস্যা, ধূমপান করাসহ বিভিন্ন বদভ্যাসের কারণেও মধ্য ত্রিশে পেকে যেতে পারে চুল।

ত্রিশেই পাক ধরেছে চুলে?

অকালে চুল পাকা রোধ করতে প্রাকৃতিক উপাদানের সাহায্য নিতে পারেন। জেনে নিন কীভাবে রোধ করবেন চুলে পাক ধরা-    

আমলকী
অকালে চুল পাকা রোধ করতে প্রতিদিন অন্তত একটি করে আমলকী খান। সপ্তাহে একদিন আমলকীর তেল ব্যবহার করতে পারেন চুলে।

নারিকেল তেল
নারিকেল তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় ও চুল পাকা রোধ করে। নারিকেল তেল গরম করে ঘষে ঘষে লাগান মাথার তালুতে। সপ্তাহে একবার করলে চুল কালো থাকবে।

ব্ল্যাক টি
মেলানিনের পরিমাণ বাড়িয়ে প্রাকৃতিকভাবে চুল পাকা রোধ করে ব্ল্যাক টি।

মেহেদি
মেহেদি চুলের গোড়া শক্ত করার পাশাপাশি চুলের রং গাঢ় করে। কালো চুলের নিয়মিত মেহেদি ব্যবহার করলে চুল থাকে ঝলমলে ও সুন্দর।

কফি
কফি চুলের ন্যাচারাল ডাই হিসেবে কাজ করে।

আদা
প্রতিদিন ১ টেবিল চামচ আদা মধুর সঙ্গে মিশিয়ে পান করুন। সহজে পাক ধরবে না চুলে।

/এনএ/