উদ্যোক্তাদের প্রদর্শনী

এসএমই ফাউন্ডেশন ফ্যাশন

 

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্ততাদের উন্নয়ন সাধনে দীর্ঘদিন প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা প্রদান করে আসছে এস এম ই ফাউন্ডেশন।ফ্যাশন ডিজাইনিং কর্মশালার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী করার প্রয়াস চলছে অনেক দিন থেকেই।

তাদের ডিজাইন করা পোশাকের প্রদর্শনীর আয়োজন করে এস এম ই ফাউন্ডেশন। রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শুরু হলো  তিন দিনব্যাপি ‘প্রেরণার প্রকাশ’ শীর্ষক ফ্যাশন এক্সিবিশন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী আমির হোসেন আমু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমার বিশ্বাস ৩য় বারের মতো এ ধরনের প্রদর্শনীর আয়োজন দেশের তৈরি পোশাক শিল্পখাতে বৈচিত্র্যময় নতুন মাত্রা যোগ করবে।পাশাপাশি অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে এ উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমার বিশ্বাস’।

এর আগে তিনি ফ্যাশন ক্যাটালগ-২০১৬ এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়া, ফ্যাশন এন্টারপ্রেণার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজহারুল হক আজাদ এবং এস এম ই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম।

এবারের প্রদর্শনীতে ৪১ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নিয়েছে।প্রদর্শনীটি চলবে ২১ আগস্ট পর্যন্ত।

এসএমই ফাউন্ডেশন ফ্যাশন

/এফএএন/