ত্বকের যত্নে শসা

রূপচর্চায় শসা ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। শসাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও পানিজাতীয় উপাদান। এগুলো ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে প্রাকৃতিকভাবে। ব্রণের দাগ দূর করার পাশাপাশি চোখের ডার্ক সার্কেল দূর করতেও অত্যন্ত কার্যকর শসা।

ত্বকের যত্নে শসা

জেনে নিন ত্বকের যত্নে শসার বিভিন্ন ব্যবহার-  

  • ত্বক উজ্জ্বল করে শসা। এতে রয়েছে মাইল্ড ব্লিচিং উপাদান যা ত্বকের বিবর্ণ ভাব দূর করে। ঠাণ্ডা শসার টুকরা ত্বকে সরাসরি ঘষে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ত্বক।
  • ব্রণের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন শসার রস। তুলার বল শসার রসে ডুবিয়ে ব্রণের দাগের উপর চেপে নিন দিনে দুইবার। ধীরে ধীরে দূর হয়ে যাবে দাগ।
  • প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে শসা। শসা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ব্যবহার করুন রাতে ঘুমানোর আগে। দূর হবে ত্বকের অতিরিক্ত তেল।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে শসা খুবই কার্যকর। শসা স্লাইস করে রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন। নিয়মিত এটি করলে দূর হবে দাগ।
  • শসা প্রাকৃতিকভাবে ঠাণ্ডা রাখে ত্বক। তাই অতিরিক্ত গরমে ত্বক লালচে হয়ে গেলে ব্যবহার করুন শসা।  
  • চোখের নিচের ত্বকে বলিরেখা পড়ে গেলে ব্যবহার করুন শসার রস। চোখের নিচের অংশে শসার রস লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • চোখের ডার্ক সার্কেল দূর করতে শসা অতুলনীয়। চোখের ফোলা ভাবও কমায় এটি।

/এনএ/