প্রাণহীন চুলের যত্নে ৬ উপাদান

ভঙ্গুর ও অনুজ্জ্বল চুল পড়ে যায় দ্রুত। পুষ্টির অভাব ও ঠিকঠাক যত্ন না নেওয়ার কারণে এমনটি হতে পারে। ধুলাবালি ও রোদের তাপেও ক্ষতিগ্রস্ত হয় চুল। আগা ফেটে যাওয়া, গোড়া নরম হয়ে যাওয়া ও ফ্যাকাশে চুলের জন্য চাই খানিকটা বাড়তি যত্ন।

প্রাণহীন চুলের যত্নে ৬ উপাদান

 

৬ প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করলে চুলে ফিরে আসবে ঝলমলে ভাব। জেনে নিন উপাদানগুলো কী কী-

মাখন
সামান্য মাখন ম্যাসাজ করে নিন চুলে। ব্যান্ড দিয়ে চুল বেঁধে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন চুল। চুলের বিবর্ণ ভাব দূর হবে।

অ্যালোভেরা
অ্যালোভেরা ভঙ্গুর চুলের জন্য অত্যন্ত কার্যকর। অ্যালোভেরা জেল সরাসরি লাগান চুলে। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। চুল হবে ঝলমলে।

পাকা কলা
কলা চটকে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। ফ্যাকাশে ভাব দূর হবে চুলের।

অলিভ অয়েল
অলিভ অয়েল গরম করে মাথার তালুতে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়বে ও চুল হবে প্রাণবন্ত।

ডিম
একটি ডিম ফেটিয়ে ১ চা চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে চুল উঁচু করে বেঁধে নিন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

অ্যাভোকাডো
অ্যাভোকাডোর পেস্ট চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। অ্যাভোকাডোতে থাকা প্রোটিন ও ভিটামিন ক্ষতিগ্রস্ত চুলের জৌলুস ফিরিয়ে আনবে।

/এনএ/