সমস্যা যখন দুর্গন্ধ!

বিভিন্ন সময় নানান ধরনের দুর্গন্ধে বিব্রত হতে হয় আমাদের। ফ্রিজ কিংবা ওভেনের দুর্গন্ধের পাশাপাশি পায়ে থাকা ঘামের গন্ধও বিরক্তির কারণ। এসব দুর্গন্ধ দূর করতে পারবেন হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়েই।

সমস্যা যখন দুর্গন্ধ!

জেনে নিন বিভিন্ন ধরনের দুর্গন্ধ দূর করার সহজ কিছু টিপস-

ফ্রিজের দুর্গন্ধ
একটি চওড়া পাত্রে গুঁড়া কফি নিয়ে পাত্রটি ফ্রিজে রাখুন। সারারাত রেখে পরদিন বের করে নিন। দূর হবে ফ্রিজের দুর্গন্ধ। এছাড়া আলুর খোসা ছাড়িয়ে দুই টুকরা করে ফ্রিজের দুই তাকে রেখে দিন। সমাধান হবে সমস্যার। আলুর কাটা অংশ কালচে হয়ে গেলে সেটি স্লাইস করে কেটে আবার রেখে দিন।

রান্নাঘরের দুর্গন্ধ
তেলে কিছু ভাজলে ধোঁয়া ও ভাজার গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে। এক বাটি সাদা ভিনেগার রাখুন রান্নাঘরে। দূর হবে গন্ধ।

পায়ের দুর্গন্ধ
পা ঘেমে বিশ্রী গন্ধ বের হয়। এ গন্ধ দূর করতে রাতে ঘুমানোর আগে চায়ের লিকারে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। 

ওভেনের দুর্গন্ধ
ওভেনে খাবারের দুগন্ধ হয়ে গেলে এক বাটি পানিতে অর্ধেকটা লেবু দিয়ে ওভেনে রেখে গরম করুন। দূর হবে গন্ধ।

গাড়ির দুর্গন্ধ
গাড়িতে খাবার খেলে গন্ধ রয়ে যায়। রাতের বেলা গাড়ি পার্ক করার সময় এক বাটি সাদা ভিনেগার রাখুন গাড়ির মধ্যে। পরদিন দেখুন কেমন গায়েব হয়ে গেছে গন্ধ!

/এনএ/