কফির ৩ ফেসপ্যাক

কফি কেবল পানীয় হিসেবেই অতুলনীয় নয়, এটি রূপচর্চায়ও অনন্য। কফির তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে দূর হবে ব্রণ ও ব্ল্যাকহেডস। পাশাপাশি এটি ত্বকে নিয়ে আসবে জৌলুস।

কফির ফেসপ্যাক

জেনে নিন কফির ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-

কফি ও নারিকেল তেলের স্ক্রাব
১ চা চামচ কফির সঙ্গে নারিকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ঘষুন চক্রাকারে। ৫ মিনিট ম্যাসাজের পর ১০ মিনিট অপেক্ষা করুন। পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন ত্বক। ব্ল্যাকহেডস ও ত্বকের মরা চামড়া দূর হবে।  

কফি, দই ও ওটমিল ফেসপ্যাক
১ টেবিল চামচ কফির সঙ্গে দই ও ওটমিল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক হবে নরম ও কোমল।

কফি, লেবুর রস ও মধুর ফেসপ্যাক
ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাকটি। ১ চা চামচ কফির সঙ্গে ২ চা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা মধু মেশান। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

/এনএ/