কমলার খোসা দূর করবে ফ্রিজের দুর্গন্ধ!

ফ্রিজে খাবারের গন্ধ ছড়িয়ে পড়লে কমলার খোসার সাহায্যে সহজেই দূর করতে পারেন এটি। পাশাপাশি ওভেন কিংবা রান্নাঘরের দুর্গন্ধও দূর করে কমলার খোসা। গৃহস্থালি পরিষ্কার পরিচ্ছন্নতায়ও সুগন্ধি এই খোসার জুড়ি নেই।

কমলার খোসা

জেনে নিন গৃহস্থালি বিভিন্ন কাজে কমলার খোসার ব্যবহার-

 

  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটি পাত্রে কমলার খোসা ও লবণ একসঙ্গে নিয়ে ফ্রিজে রাখুন।
  • কমলার খোসা কুচি করে ভিনেগারে ডুবিয়ে রাখুন। ২ সপ্তাহ পর মিশ্রণটি ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। কাঠের আসবাব পরিষ্কার করার জন্য ব্যবহার করুন এই স্প্রে। দাগ দূর করার পাশাপাশি আসবাব সুরভিত করবে এটি।
  • স্ট্রেইনলেস স্টিল পরিষ্কার করতেও কমলার খোসার জুড়ি নেই। স্ট্রেইনলেস স্টিলের তৈজস কমলার খোসা দিয়ে ঘষে নিন। নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।
  • কমলার খোসা সাবধানে ছাড়িয়ে নিন যেন আস্ত থাকে। মাঝামাঝি কেটে গোলাকৃতি করে নিন খোসা। সুতা ঝুলিয়ে পাখির খাবার রাখার পাত্র হিসেবে ঝুলিয়ে দিন খাঁচার ভেতর। পাখির খাবার রাখার পাত্র হিসেবে ব্যবহার করতে পারেন

 

  • চিনি জমে শক্ত হয়ে গেলে কমলার খোসা টুকরো করে চিনির পাত্রে রেখে ঝাঁকিয়ে নিন। চিনি আগের মতো হয়ে যাবে।
  • পোকামাকড় থেকে রেহাই পেতে কমলার খোসা টুকরা করে জানালার আশেপাশে ছড়িয়ে দিন।    
  • রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে একটি পাত্রে পানি ফুটিয়ে কয়েক টুকরা কমলার খোসা ও দারুচিনি দিন। সুরভিত হয়ে উঠবে রান্নাঘর। 

 

/এনএ/