ঝাল-মিষ্টি মালাই কাবাব

মালাই কাবাব-১

 

ঈদ শেষ কাল থেকে অফিস শুরু হয়ে যাচ্ছে। তবে খাওয়া-দাওয়া কিন্তু শেষ হয়নি। এখনও কাবাব আইটেম খাওয়াই হয়নি অনেকের। আজকে বাংলা ট্রিবিউন দিচ্ছে মাংসের মালাই কাবাবের রেসিপি।

উপকরণ:

গরুর মাংসের কিমা – ২কাপ

আদা বাটা- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া-১  চা চামচ

ছোলার ডাল – আধ কাপ

এলাচ/দারচিনি/ লবঙ্গ- ৩/৪টি

লবণ- পরিমাণ মতো

ডিম- একটি

কাঁচামরিচ- ২/৪টি

কর্ন ফ্লাওয়ার – ১ টেবিল চামচ

মালাই কাবাব

প্রণালি:

সব উপকরণ একসঙ্গে সেদ্ধ করে মিহি করে বাটতে হবে। তারপর কর্ন ফ্লাওয়ার ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে মাখিয়ে গোল গোল বল করে বা শামি কাবাব আকৃতি দিয়ে তেলে ভাজতে হবে।

দ্বিতীয় ধাপ: এবার তৈরি করতে হবে মালাই গ্রেভি।  এই গ্রেভিতেই মাখামাখা হবে কাবাব।

উপকরণ:

নারকেলের দুধ-১ কাপ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা – ১ চা চামচ

পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ

শুকনো ঝালের গুঁড়া – ১ চা চামচ

মধু-১ চা চামচ

বাদাম বাটা -১ টেবিল চামচ

ক্রিম- ১ টেবিল চামচ  

তেল- আধ কাপ

প্রণালি: তেলের মধ্যে সব মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে এলে একটু একটু করে নারকেলের দুধ দিতে হবে। তারপর কাবাব বলগুলো দিয়ে অল্প জ্বালে ৫ মিনিট রেখে নামিয়ে নিতে হবে। নামানোর আগে ক্রিম দিয়ে পরিবেশন করুন।

ছবি: সাজ্জাদ হোসেন। 

/এফএএন/