পরিষ্কার থাকুক ঘরের প্রতিটি জিনিস

 

পরিষ্কার থাকুক ঘরের প্রতি কোণ

পরিষ্কার পরিচ্ছন্নতার বাইরে আর কোনও কিছুই নেই। সুস্থভাবে বাঁচতে সবচেয়ে জরুরি পরিচ্ছন্নতা।  নিজের ঘরবাড়ি ঝকঝকে তকতকে দেখতে কার না ভাল লাগে! কিন্তু এই ভাল লাগার জন্য যে কত পরিশ্রম আর ঝক্কি পোহাতে হয় তা কারো অজানা নয়। ঘর পরিষ্কারের কিছু কৌশল আপনার পরিশ্রম আর সময় বাঁচিয়ে দিবে অনেকটাই। দেরি না করে চলুন জেনে নিই অব্যর্থ কিছু টিপস যা বদলে দিবে আপনার ঘর।

১) শাওয়ারে ময়লা আটকে গেছে। ভাবছেন এর পেছনে প্রচুর সময় দিতে হবে? একদম না। পলিথিন ব্যাগে সাদা ভিনেগার নিয়ে শাওয়ারের মাথায় রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিন। আপনাকে আর কিছু করতে হবে না। বাকি কাজ ভিনেগারই করবে।এক ঘন্টা পর পলিথিন খুলে দেখুন ম্যাজিক!

২)  রান্নাঘরের সিঙ্ক ডিশ লিকুইড, বেকিং সোডা আর সাদা ভিনেগারের মিশ্রণ দিয়ে পরিষ্কার করে ফেলুন। একদম নতুন সিংকের মত ঝকঝক করবে!

৩) টুথব্রাশ তো দাঁত পরিষ্কার করে, টুথব্রাশকে পরিষ্কার করবে কে? এক জগ পানিতে কয়েক চামচ ভিনেগার দিন। এবার ১৫-৩০ মিনিটের জন্য টুথব্রাশ ভিজিয়ে রাখুন। পরিষ্কার হয়ে যাবে।

৪) কাঠের ভারী আসবাবপত্রে ছোট ছেলেটা পার্মানেন্ট মার্কার দিয়ে আঁকিবুকি করেছে। কিছুতেই দাগ ওঠাতে পারছেন না। দাগের জায়গায় যে কোনো সাদা টুথপেস্ট মাখিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলুন।

৫) ওভেন পরিষ্কার করতে আপনার লাগবে বেকিং সোডা আর ভিনেগার। ওভেনে বেকিং পাউডার ছিটিয়ে তাতে ভিনেগার স্প্রে করে দিন।এবার ন্যাকড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সারা ওভেনে মিশ্রণটি মাখিয়ে ফেলুন। একটু পর ভেজা স্পঞ্জ দিয়ে ওভেন পরিষ্কার করে ফেলুন।

৬) ব্লেন্ডারের গলি ঘুপচি নানান কসরত করে পরিষ্কার করতে হয়, তাই না? আজ খুব সহজ কৌশল জেনে নিন। গরম পানি, ওয়াশিং পাউডার ব্লেন্ডারে নিয়ে সুইচ অন করে দিন। নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন।

৭) সবজি মাংস কাটার ছুরিতে মরিচা পড়ে গেলে বাজার থেকে এক বোতল লেমন জ্যুস কিনে আনুন।এবার লেমন জ্যুসে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। দেখবেন, আবার নতুন ছুরি ভেবে ভুল করবেন না যেন!

/এফএএন/