স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় ‘চেকমেট’

চেকমেট



এবার কালারস এফএম এগিয়ে এসেছে স্তন ক্যান্সার প্রতিরোধে। কালারস এফএম নিয়মিত শুনুন জেনে নিন কিভাবে আপনি নিজেই ঘরে পরীক্ষা করতে পারবেন আপনার স্তন। স্তন ক্যান্সার সচেতনতার মাস অক্টোবরেই  জনপ্রিয় রেডিও স্টেশন কালারস এফ এম ১০১.৬ বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সাথে মিলে একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করেছে চেকমেট নামে।
চেকমেট ক্যাম্পেনটির উদ্দেশ্য মূলত নারীদের পাশাপাশি তাদের পুরুষসঙ্গীদের মধ্যেও স্তন ক্যান্সার সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা। ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয় একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে যেখানে জনপ্রিয় মডেল নায়লা নাইম “এবার আমি সব দেখাবো” বলে ঘোষণা দেয়। ভিডিওটি ব্যাপক চাঞ্চল্য ফেলে দেয় নায়লার ভক্তদের মাঝে এবং তারা উত্তেজক একটা কিছু দেখার আশায় নির্ধারিত দিন ১৫ই অক্টোবরের অপেক্ষা করতে থাকে। যথা সময়ে সব অপেক্ষা-উত্তেজনার অবসান ঘটিয়ে ভিডিওটি প্রচারিত হয় এবং সেখানে সবাইকে চমকে দিয়ে নায়লা নাইম কথা বলেন স্তন ক্যান্সার নিয়ে।

ঘরে বসে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ নির্ণয়ের প্রাথমিক ধাপগুলো তিনি বুঝিয়ে বলেন। শুধু স্তন ক্যান্সার সম্পর্কিত সচেতনতাই নয়, ক্যাম্পেনটিতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে পুরুষদের যাতে তারা স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নারীদের যোগ্য সঙ্গী হতে পারেন।
/এফএএন/