খুশকি দূর করবে লেবু!

সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ লেবু রূপচর্চায় অনন্য। দাঁত ঝকঝকে করার পাশাপাশি এটি ত্বকের প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। খুশকি দূর করতেও অতুলনীয় লেবু। লেবুতে থাকা ভিটামিন সি, পটাসিয়াম ও জিঙ্ক ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা।

লেবু

জেনে নিন রূপচর্চায় লেবুর ব্যবহার-
দাঁত ঝকঝকে করতে 
১ চা চামচ বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাঁতে ম্যাসাজ করুন পেস্ট। ১ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে গার্গল করে ফেলুন। দূর হবে দাঁতের হলদেটে ভাব।

ব্ল্যাকহেডস দূর করতে
একটি পাকা লেবু স্লাইস করে কাটুন। মধু মিশিয়ে লেবুর স্লাইস ঘষে নিন ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

পায়ের যত্নে
২ টেবিল চামচ মোটা দানার চিনির সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। গোড়ালিতে ম্যাসাজ করুম মিশ্রণটি। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। গোড়ালির মরা চামড়া দূর হবে।

খুশকি দূর করতে
লেবুর রস সরাসরি লাগান মাথার তালুতে। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। দূর হবে খুশকি।

/এনএ/