জলপাইয়ের মিষ্টি আচার

বাজারে জলপাইয়ের ছড়াছড়ি এখন। বেশি করে জলপাই কিনে মজাদার আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন পুরো বছর। ডাল অথবা খিচুড়ির সঙ্গে মুখরোচক জলপাইয়ের আচার।  

জলপাইয়ের মিষ্টি আচার



জেনে নিন কীভাবে তৈরি করবেন জলপাইয়ের আচার-  
উপকরণ
জলপাই- ১ কেজি
রসুন- ৩টি (কুচি)
আস্ত লাল মরিচ- ৮টি
দারুচিনি- ২টি
তেজপাতা- ২টি
এলাচ- ৪টি
সরিষা বাটা- ৩ টেবিল চামচ
পাঁচফোড়ন- ৩ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ২ চা চামচ
ভিনেগার- ১ কাপ
চিনি- স্বাদ মতো
সরিষার তেল- আধা লিটার
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
জলপাই ধুয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সেদ্ধ জলপাই চটকে হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, সরিষা  বাটা ও ৪ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রণটি রোদে রাখুন কয়েক ঘণ্টা।
একটি বড় পাত্রে তেল গরম করে আস্ত লাল মরিচ, রসুন কুচি, পাঁচফোড়ন, দারুচিনি ও এলাচ দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। চটকে রাখা জলপাই দিয়ে নাড়তে থাকুন। চিনি ও লবণ দিয়ে নাড়ুন। ভিনেগার দিয়ে মৃদু আঁচে ৫ মিনিট রাখুন। আচার নামিয়ে ঠাণ্ডা হলে মুখবন্ধ কাচের বয়ামে সংরক্ষণ করুন।

/এনএ/