৫ ধাপেই খুশকিমুক্ত চুল!

চুল পড়া, চুল ভেঙে যাওয়া ও খুশকিসহ বিভিন্ন সমস্যা বেড়ে যায় শীতকালে। চুলের সুস্থতায় সপ্তাহে একদিন চুলে তেল দেওয়া উচিত। তবে তেল ব্যবহারে কয়েকটি ধাপ মেনে চলা জরুরি। ঠিকঠাক তেল ব্যবহারে খুশকি ও চুল পড়া কমে যাবে। এছাড়া স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতেও এটি খুবই কার্যকর।

৫ ধাপেই খুশকিমুক্ত চুল!






জেনে নিন ৫ ধাপে তেল ব্যবহারের নিয়ম-

প্রথম ধাপ
প্রথমেই চুলের ধরন অনুযায়ী তেল নির্বাচন করুন। শুষ্ক চুলের জন্য নারিকেল তেল বেছে নিন। কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান এতে।
দ্বিতীয় ধাপ
একটি প্যানে ৪ থেকে ৫ টেবিল চামচ তেল নিয়ে গরম করুন। ১ মিনিট গরম করে নামিয়ে ঠাণ্ডা করে নিন তেল।
তৃতীয় ধাপ
চুল কয়েকটি ভাগে ভাগ করে তেল লাগান। আঙুলের সাহায্যে মাথার তালুতে ম্যাসাজ করুন তেল।
চতুর্থ ধাপ
একটি তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে দিয়ে মাথার চুল মুড়িয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ। তোয়ালে খুলে ১ ঘণ্টা তেল রাখুন চুলে। সবচেয়ে ভালো হয় সারারাত রাখতে পারলে।
পঞ্চম ধাপ
শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। দেখুন চুল কেমন ঝলমলে ও সুন্দর হয়ে গেছে!

/এনএ/