বিজয়ের পোশাকের প্রদর্শনী

 anjans-01 (4)

 

 

বিজয়ের মাসে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, কটি প্রভৃতি পোশাক এনেছে অঞ্জন'স। থাকছে ছোটদের পোশাকও। ব্লক, অ্যাপলিক, এমব্রয়ডারি, স্ক্রিণপ্রিন্টসহ দুই-তিন মাধ্যমকে একসঙ্গে ব্যবহার করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে লাল-সবুজ রং। ব্যবহার হয়েছে শীত উপযোগী কাপড়।

এবার অঞ্জন’স-এর এই বিজয়ের পোশাকের প্রদর্শনীর উদ্বোধন হবে মোহাম্মদপুর টোকিও স্কয়ার এর নতুন শাখার যাত্রা শুরুর মধ্যে দিয়ে। ৭ ডিসেম্বর কথা সাহিত্যিক সেলিনা হোসেন আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে অঞ্জন’স এর টোকিও স্কয়ার শাখার উদ্বোধন করবেন। একইসঙ্গে এই প্রদর্শনী  অঞ্জন’সের  নতুন আউটলেটসহ ১৯টি আউটলেটে বিজয়ের মাস জুড়ে থাকবে।

/এফএএন/