এক মুহূর্তে শিশুর কান্না থামান!

এভাবে স্পর্শ করুন পায়ে

 

নতুন বাবা- মা হয়েছেন। তবে ঘরে নতুন আসা আপনাদের প্রাণ পাখির কান্না থামানো কঠিন হয়ে পড়ে মাঝে মাঝে, তাই না?  দিনের চরম ব্যস্ত কাজের সময়ে বা মাঝরাতে হঠাৎ করেই ছোট্ট সোনা মণিটা হয়তো শুরু করলো ননস্টপ কান্না। অনেক আদর, সোহাগেও থামানো যাচ্ছে  না তার কান্না। এক্ষেত্রে একটা মজার টিপস আছে। আপনার শিশুর ছোট্ট পায়ে এমন কয়েকটা জায়গা আছে, যেখানে হাল্কা করে চেপে ধরলে বন্ধ হবে তার কান্না। সন্দেহ জাগতে পারে, এতে কি কাজ হবে?

 শত শত বছর আগে থেকে চীনে এই টেকনিক কাজে লাগিয়ে আসছেন বাবা- মায়েরা। আধুনিক যুগে টেকনিকটি রিফ্লেসোলজি নামে পরিচিত। অনেক সময় বাবা- মা  বুঝতে পারেন না কেন তাদের শিশু কাঁদছে।  খিদে লাগলে বাচ্চারা কাঁদে। তবে যদি ১ ঘন্টার বেশি সময় ধরে সে কেঁদে চলে, তাহলে বুঝতে হবে তার মাথা, অ্যাবডোমেন বা পাকস্থলীতে ব্যথা করছে। তাই শিশুর দুই পায়ের আঙ্গুলগুলো তখন অন্তত ৩ মিনিট ধরে হাল্কা ম্যাসাজ করুন। এতে তার মাথা ব্যথা থাকলে সেরে যাবে। গ্যাসের কারণে পেট ব্যথা করলে, শিশুর পায়ের গোড়ালিতে হাল্কা ম্যাসাজ করলে ব্যথা সেরে যাবে। থেমে যাবে কান্না। তবে এতেও যদি ধীরে ধীরে কান্না না থামে, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে তাকে নিয়ে যান তাকে।

আঙুল ম্যাসেজ করে দিন

তথ্যসূত্র: বোল্ডস্কাই।

/এফএএন/