নগরীতে নতুন বিনোদন পার্ক

 

ফ্যান্টাসি আইল্যান্ড

যানজট ও ব্যাস্ত নগরীতে কাজের ভিড়ে প্রয়োজন একটুখানি মনোরম পরিবেশে কর্মবিরতি। পরিবার ও বাচ্চাদের নিয়ে ঘুরে আসা চাই বিনোদনে ভরপুর কোন স্থান থেকে। যদি সেখানে থাকে মজার মজার কোনো রাইড তাহলেতো কথাই নেই। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি বিনোদন পিপাসু মানুষের জন্য রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টরে খালপাড়ের দিয়াবড়িতে গড়ে উঠেছে ফ্যান্টাসি আইল্যান্ড উত্তরা। একটি পরিচ্ছন্ন বিনোদন নিশ্চিত করতে নির্মিত ফ্যান্টাসি আইল্যান্ডে রয়েছে মজার মজার সব রাইড।

তিন একর জায়গার ওপর নির্মিত ফ্যান্টাসি আইল্যান্ড উত্তরায় রয়েছে ২৩ টি রাইড। রাইডগুলোতে আছে ছোট-বড় সবার চড়ার সুযোগ। যদিও মূলত শিশুদের কথা মাথায় রেখেই পার্কের রাইডগুলো সাজানো হয়েছে। লেডি বাগ, রোলার কোস্টারের মতো কমন রাইড যেমন আছে তেমনিদেখা যায় কিছু ভিন্নতাও। একটু ব্যতিক্রমের মধ্যে আছে বানজি জাম্প, পেন্ডুলাম, স্যুইং কারের মতো কিছু রাইড। এ ছাড়াও খুব শীঘ্রই চালু হবে বেশ কিছু নতুন রাইড।

রয়েছে ইনডোর জোন। ইনডোরে থাকছে ১-২ বছর বয়সের শিশুদের রাইড। সঙ্গে ইনডোর গেমস। পার্কে রয়েছে ৫ হাজার স্কয়ার মিটারের ফুড জোন এবং ভিন্নধর্মী এক অডিটোরিয়াম। এখানে থাকবে দেশসেরা ম্যাজিশিয়ান আলী রাজের ম্যাজিক শো, সঙ্গে পাপেট শো। এছাড়াও ফ্যান্টাসি আইল্যান্ড উত্তরাতে রয়েছে অসাধারণ এক সুইমিং কমপ্লেক্স।

পার্কটিতে প্রবেশমূল্য ২০০ টাকা এবং বিভিন্ন রাইড থাকছে ৩০  থেকে ১০০ টাকার মধ্যে। তবে প্রতিবন্ধী ও দুই বছরের শিশুদের জন্য রয়েছে বিনা মূল্যে প্রবেশের সুযোগ। এছাড়া বয়স্করাও শর্ত সাপেক্ষে এই সুযোগ পেতে পারেন।

/এফএএন/