শুরু হোক নতুন উদ্যমে…

অনেক প্রাপ্তি ও অপ্রাপ্তিকে সঙ্গে নিয়ে শুরু হলো নতুন একটি বছর। নতুন বছর মানেই নতুন করে সবকিছু শুরু করার অনুপ্রেরণা। পুরনোকে পেছনে ফেলে জীবনকে আরেকটু সুন্দর করে সাজানোর সুযোগ। বছরের শুরুতেই তাই ঝেড়ে ফেলুন সব হতাশা। ঠিক করে ফেলুন নতুন বছরের লক্ষ্য, পূর্ণ উদ্যমে সে অনুযায়ী কাজ শুরু করে দিন।

ঝেড়ে ফেলুন সব হতাশা, ছবি- ইমাম আহমেদ আরমান




জেনে নিন বছরের শুরুতেই কোন কোন শপথ নেওয়া জরুরি-

  • গেল বছরের অপ্রাপ্তি নিয়ে হতাশ না হয়ে প্রাপ্তিগুলো মনে করে দেখুন। নতুন বছরটি বরং পুরনো বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই শুরু করুন।
  • বছরের শুরুতেই জীবনের লক্ষ্যগুলোকে আরেকবার ঝালিয়ে নিন। চাইলে নোটবুকে টুকে ফেলতে পারেন স্পষ্টভাবে।  
  • লক্ষ্য অর্জনের জন্য চাই অনুপ্রেরণা। তাই নেতিবাচক মানুষ ও চিন্তাভাবনা এড়িয়ে চলুন শুরু থেকেই। এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা আপনাকে সাহায্য করবে আপনার লক্ষ্য অর্জনে।
  • দৈনন্দিন রুটিন তৈরি করুন একটু অন্যভাবে, এটি জীবনের একঘেয়েমি কাটাবে।
  • ক্যারিয়ার নিয়ে সচেতন হতে পারেন নতুন করে। সেজন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি চাই মনোবল ও সুনির্দিষ্ট লক্ষ্য।
  • কোন বিষয়গুলো জীবনে রাখতে চান না তাও ঠিক করে ফেলুন ও সে অনুযায়ী স্পষ্টবাদী হোন।
  • ব্যক্তিগত হতাশা ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, জীবনে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটে। তবে জীবন সুন্দর করে সাজানোর সময় কখনোই শেষ হয়ে যায় না। অতীতকে পেছনে ফেলে পূর্ণ উদ্যমে এগিয়ে যাওয়ার নামই জীবন।
  • নিজের কাজকর্ম ও আবেগের উপর নিয়ন্ত্রণ আনুন।  
  • কোনও ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। নতুন করে ভুল না করার শপথও করুন। এটি অন্যের কাছে আপনার সম্মান বাড়াবে।
  • অনেক চেষ্টার পরও সফলতা না পেলে ভেঙে পড়বেন না। সবসময় মনে রাখবেন আপনি চেষ্টার ত্রুটি করেননি।
  • ব্যস্ততা যতই থাকুক, জীবন উপভোগ করতে ভুলবেন না। ভ্রমণ, বন্ধুদের সঙ্গে আড্ডার পাশাপাশি শখের কাজগুলো করুন। জীবনকে অর্থবহ করতে আনন্দে থাকার বিকল্প নেই।

তথ্য: উইকিহাউ

/এনএ/