প্রথমবারের মতো চা প্রদর্শনী

 

 

চা প্রদর্শনী

দেশীয় চায়ের ইতিহাস-ঐতিহ্য ও নানা ব্লেন্ড নিয়ে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে “বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৭” । আগামী ১২ থেকে ১৪ জানুযারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিনদিনব্যাপী এ প্রদর্শনী চলবে। বাংলাদেশ চা বোর্ড এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকরা জানান, বাংলাদেশের চা শিল্পকে পরিচিত করে তুলতে একটি মাধ্যম গড়ে তোলা এবং দেশে বিদেশে চা প্রেমিদের কাছে এ শিল্পকে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

এ আয়োজনে চা বিষয়ক সেমিনার ও কর্মশালার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা গান গেয়ে শোনাবেন। বান্দরবান, দিনাজপুর ও পঞ্চগড়ের চা বাগানের মানুষরা তুলে ধরবেন আঞ্চলিক সংস্কৃতি। দর্শনার্থীরা অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে এসব পরিবেশনা উপভোগ করতে পারবেন। সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের কোনও ফি লাগবে না। আয়োজকরা আশা করছেন, তিনদিনের এ মেলায় ২০ হাজার দর্শনার্থীর আগমন হবে। মেলায় প্যাভিলিয়ন ৩০টা এবং স্টল থাকবে ২০টা। 

প্রদর্শনীর আয়োজনে সহায়তা করছে বাংলাদেশীয় চা সংসদ, সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ, ফিনলে চা, এইচআরসি, ইস্পাহানি ও শিলং চা।

মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জিটিভি, ডেইলি স্টার, রেডিও ফূর্তি এবং বাংলা ট্রিবিউন।  ব্যবস্থাপনা সহযোগী হিসেবে থাকছে ইভেন্টম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিয়েটো।

বিস্তারিত জানতে ভিজিট করুন ফেসবুক পেইজ- https://www.facebook.com/bdteaexpo/

/এফএএন/