আনারসের ফেসপ্যাকে উজ্জ্বল ত্বক

ত্বকের যত্নে ফলের ব্যবহার বেশ পুরনো। বিভিন্ন ফলে থাকা পুষ্টিগুণ ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিন বোল্ডস্কাই জানিয়েছে আনারসের তৈরি ফেসপ্যাক সম্পর্কে। এটি নিয়মিত ব্যবহার করলে বিবর্ণ ত্বক ফিরে পাবে জৌলুস।

আনারসের ফেসপ্যাকে উজ্জ্বল ত্বক

জেনে নিন কীভাবে তৈরি করবেন আনারসের ফেসপ্যাক-

যা যা লাগবে
আনারস
মধু
অলিভ অয়েল
প্রস্তুত করবেন যেভাবে
এক টুকরা আনারস ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। মধু ও অলিভ অয়েল মিশিয়ে ভালো করে নেড়ে নিন।
মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে মুছে নিন। পরিষ্কার ত্বকে ধীরে ধীরে ঘষে লাগান ফেসপ্যাক। ২০ মিনিট অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

/এনএ/