খুশকি দূর করবে রিঠা

ভেষজ রিঠা চুল পড়া বন্ধ করার পাশাপাশি দূর করতে পারে খুশকি। শ্যাম্পুর বদলে ব্যবহার করতে পারেন রিঠা। এটি চুলে নিয়ে আসবে ঝলমলে ভাব।

রিঠা

জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবে-

  • প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে কাজ করে রিঠা। রিঠা বোতলের পানিতে সারারাত ভিজিয়ে রেখে পরদিন শ্যাম্পু হিসেবে ব্যবহার করুন। চুল পরিষ্কার হওয়ার পাশাপাশি ঝলমলে হবে।
  • খুশকি দূর করতে পারে ভেষজ রিঠা।
  • মেহেদির সঙ্গে রিঠা মিশিয়ে চুলে ব্যবহার করুন। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে।
  • যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত তারা রিঠা শ্যাম্পু ব্যবহার করতে পারেন নিয়মিত।
  • চুল উজ্জ্বল ও কালো করতে চাইলে মেহেদির সঙ্গে রিঠা মিশিয়ে প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করুন।
  • রিঠাতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। এজন্য রিঠা পেস্ট বা রিঠা শ্যাম্পু নিয়মিত ব্যবহার করুন।

/এনএ/