পর্দা নামলো বাংলাদেশ চা প্রদর্শনীর

কেকে টিবাংলাদেশে চা শিল্পে দেড়শ বছরে প্রথম উৎসব মুখর ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৭’র আয়োজন করে বাংলাদেশ চা বোর্ড। বাংলাদেশের চা শিল্পকে প্রসারিত করার জন্য রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সিটিতে তিন দিনের চা প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীর শেষে বেলায় ঘুরে দেখা যায়, বেশ উৎসাহ নিয়ে হাজারো মানুষের ঢল নামে চা প্রদর্শনীর হল ঘরে। মানুষজন বেশ আগ্রহ নিয়ে স্টলে ঘুরছে, দেখছে বিভিন্ন ধরনের চা। সংগ্রহে রাখছে পছন্দের চা। ভিড় জমে আছে প্রায় প্রতিটি স্টলে। স্টল মালিকরা বাংলা ট্রিবিউনকে জানান, প্রথমবার চা প্রদর্শনীতে ব্যাপক সাড়া পেয়েছে মানুষের কাছ থেকে। তারা দাবী করেন, প্রতি বছর যদি এ আয়োজন করা যায়, তবে আরও বেশি মানুষের কাছে পৌছানো যাবে আমাদের শিল্পকে।

চা প্রদর্শনী দেখতে আসা ব্যংকার আল-আমিন বলেন, আমাদের চা শিল্প অনেক পুরোন। মানুষের কাছে চা শিল্পের ব্যাপ্তিকে আরো প্রসারিত করার জন্য চা প্রদর্শনী একটি ভালো মাধ্যম। আশা করবো, প্রতি বছর এ আয়োজন করবে বাংলাদেশ চা বোর্ড।

চা প্রদর্শনীর তৃতীয় দিনে রাত ৯টায় শিরোনামহীন ব্যান্ডের সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৭’।

এর আগে ১২ জানুয়ারি শুরু হয়েছিল চা শিল্পের দেড়শ বছরের ইতিহাসে প্রথম চা প্রদর্শনী। তিন দিন শেষে আজ শনিবার (১৪ জানুয়ারি) পর্দা নামলো ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৭’।

/এফএএন/