অসামঞ্জস্য কুর্তা!

মিল-অমিলের কুর্তা



একই রকমের কুর্তা পরতে বিরক্ত যারা তাদের জন্য গত এক বছরের ট্রেন্ড ছিল ভারতীয় ডিজাইনারদের তৈরি অ্যাসিমেট্রিকেল বা অসামঞ্জস্য কুর্তা। চলছেও জোরসে। গত এক বছরে এই কুর্তার যে কত কাট বেরিয়েছে তার ইয়ত্তা নেই।

  পিছনে লম্বাটে ঝুল, নিচের দিকের সঙ্গে আবার  মিল নেই। কাটিংটাও উদ্ভট, তবে চোখের জন্য মানানসই। জিন্স, ঢোলা প্যান্ট, বা চুড়িদার পাজামার সাথে মানিয়েও যাচ্ছে অবলীলায়। খেয়াল রাখতে হবে বেশ কয়েকটি বিষয়ে

১। অ্যাসিমেট্রিকেল কুর্তার সাথে একটু ঢোলা ট্রাউজার এবং হাতাকাটা ভেস্ট দারুণ মানাবে।

বেমিল কুর্তা
২। একটু চাপা প্যান্টের সাথে এই কুর্তা সবার চোখ আপনার দিকে ফেরাতে বাধ্য করবে।

৩। জামার নিচের দিকে যেহেতু কাটই মুখ্য সেহেতু উপরে কাজটা একটু ভারি কিংবা ট্রাউজারটা একটু জমকালো হলে দারুণ হয়।

৪। কুর্তার হাইট খাটো হলে ঢোলা স্যালোয়ার বা ট্রাউজারে বেশি মানায়, আর লম্বা বেশি হলে চুড়িদার মন্দ নয়।

৫। ডিজাইন যেমন অসামঞ্জস্যপূর্ণ রঙগুলোও একটু নিজের পছন্দ মতো উলটাপালটা করে দেখতে পারেন। মন্দ লাগবে না।

/এফএএন/