ঝটপট ‘নো মেকআপ লুক!’

আকর্ষণীয় সাজের জন্য যে সবসময় অতিরিক্ত মেকআপ প্রয়োজন এমন নয়। একেবারে মেকআপ ছাড়াও থাকতে পারেন জমকালো! ‘নো মেকআপ লুক’ যেমন দৈনন্দিন সাজে মানিয়ে যায়, তেমনি জমকালো পার্টিতেও দিব্যি আকর্ষণীয় দেখায়।  

নো মেকআপ লুক

জেনে নিন কীভাবে প্রাকৃতিক সাজ বা ন্যুড মেকআপে হয়ে উঠবেন জমকালো- 

ময়েশ্চারাইজার

নো মেকআপ অথবা ন্যুড মেকআপের জন্য প্রথমেই প্রয়োজন ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার। ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ত্বকে।
বিবি ক্রিম
বিবি ক্রিম একই সাথে ফাউন্ডেশন, সানস্ক্রিন, প্রিমিয়ার ও ময়েশ্চারাইজারের কাজ করে। সময় বাঁচানোর জন্য তাই বিবি ক্রিমের জুড়ি নেই। এটি নিমিষেই ত্বক করবে উজ্জ্বল ও স্নিগ্ধ।
ন্যুড আইলাইনার
ন্যুড আইলাইনার বড় ও সুন্দর দেখাবে আপনার চোখ দুটোকে। পাশাপাশি প্রাকৃতিক সতেজতা নিতে আসবে সাজে।  
ব্রাউন আইলাইনার
চোখের পাতায় ব্রাউন আইলাইনার টেনে দিন। চোখের পাপড়ি আকর্ষণীয় করবে এটি।
ন্যুড লিপস্টিক
ঠোঁটে ন্যাচারাল লিপস্টিক ব্যবহার করুন।
মাস্কারা
সবশেষে মাস্কারা ব্যবহার করুন। পুরো সাজে স্নিগ্ধতা চলে আসবে।  
/এনএ/