পেইন্টিংয়ে সাজুক ঘর

বসার ঘরের দেয়ালে ঝোলানো চমৎকার একটি শিল্পকর্ম বাড়িয়ে দিতে পারে ঘরের সৌন্দর্য। তবে কেমন পেইন্টিং দিয়ে ঘর সাজাবেন সেটি নির্ভর করছে ঘরের আকার ও অন্যান্য আসবাবের ওপরে। নিজস্ব রুচিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

পেইন্টিংয়ে সাজুক ঘর

পেইন্টিংয়ে ঘর সাজাতে চাইলে মনে রাখতে হবে কয়েকটি বিষয়-
কেমন শিল্পকর্ম পছন্দ আপনার?
নিজের পছন্দ অনেক ক্ষেত্রে সুপ্ত থাকে মনে। তাই কোন ধরণের শিল্পকর্ম আপনার পছন্দ তা বুঝতে হলে মাঝে মধ্যেই আর্ট গ্যালারিতে ঘুরে আসতে পারেন। ইন্টারনেটের সাহায্য নিয়েও পছন্দের শিল্পকর্ম বাছতে পারেন।

ভালোবাসুন শিল্পকর্ম
হুট করে একটা দামী আর্ট পিস কিনে ফেলবেন না। এর প্রতি আপনার ভালোলাগা ও ভালোবাসাও থাকা চাই ষোলোআনা। মনে রাখবেন, কেবল আপনার জন্যই শিল্পকর্মটি কিনছেন। যেহেতু নিজের ঘরের জন্য কিনছেন, তাই খুব বেছে কেনাই ভালো। এক্ষেত্রে বাজেটের বেশি টাকা যেন খরচ না হয়, সেদিকেও খেয়াল রাখুন।

ঘরের সঙ্গে মানাচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করে নিন

রুমের সঙ্গে মানানসই তো?
ঘরের ইন্টেরিয়র ডিজাইনের সাথে পেইন্টিংটি মানানসই কিনা, সেদিকে লক্ষ রাখা জরুরি। বড় আকারের শিল্পকর্ম আপনার পছন্দকে জাহির করবে বেশ বড় করেই। তবে ছোট ঘরের জন্য অতিরিক্ত বড় পেইন্টিং কিনবেন না। আবার একদম ছোট পেইন্টিং অনেক সময় নজর এড়িয়ে যায়। তাই বাজেটে ঘাটতি থাকলে মাঝারি আকারের আর্টপিস নেয়াই ভালো।

বুঝেশুনে রং বাছাই 
যে পেইন্টিংটি কিনেছেন, সেটির রং দেয়ালের রংয়ের সঙ্গে মানানসই কিনা তা পরখ করে নিতে ভুলবেন না।

বুঝেশুনে রং বাছাই করা জরুরি
হওয়া চাই মনের মতো
আর্ট গ্যালারি ঘুরেও পছন্দের কোনও পেইন্টিং না পেলে সরাসরি আর্টিস্টের শরনাপন্ন হতে  পারেন। তাকে আপনার পছন্দের কথা জানান, যাতে তিনি আপনার মনের মতো শিল্পকর্মটি তৈরি করে দিতে পারেন।

ছবি: ইন্টারনেট

/এনএ/